
- আস্থার ঘাটতি মেটাতে প্রথম ধাপ
কূটনৈতিক প্রতিবেদক: সিনিয়র সাংবাদিক মোঃ মাহবুব হাসান স্বাধীর এর অনুসন্ধানের নিউজ।
ঢাকা, প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪/
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা (বাঁয়ে) উপস্থিত ছিলেন। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা (বাঁয়ে) উপস্থিত ছিলেন। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বাংলাদেশে ৫ আগস্ট–পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর থেকে একধরনের টানাপোড়েন আর উত্তেজনার মধ্যে যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক। দুই নিকট প্রতিবেশী দেশের আস্থা আর বোঝাপড়ার সংকটের এমন প্রেক্ষাপটে ঢাকায় গতকাল সোমবার অনুষ্ঠিত হলো পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক।
বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্রসচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন দুই দেশের মধ্যে আস্থার ঘাটতির বিষয়টি স্বীকার করে নিয়ে এই আলোচনাকে ‘আস্থার ঘাটতি পূরণের’ পদক্ষেপ হিসেবে দেখছেন। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি গঠনমূলক ও ইতিবাচক সম্পর্কের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে দিল্লির প্রত্যয়ের কথা জানান।