খুলনা রুপসায় বিষাক্ত দ্রব্য প্রয়োগে পান চাষের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি, শেখ শহিদুল ইসলাম খুলনা ব্যুরো প্রদান, রুপসা উপজেলার ঘাট ভোগ ইউনিয়ন এর ঘাট ভোগ গ্রামের বাদশা মোল্লার ১৪ ফোন পান বরোজ বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা, যার পরিমাণ হবে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মত, এ ব্যাপারে বারিক শেখ কে প্রদান করে তিন জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসীর সূত্রে জানা যায় ১৭ ডিসেম্বর গভীর রাতে পূর্ব শত্রু তার জের ধরে , এমন ঘৃণিত কর্মকাণ্ড যে বা যারা করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন, বিভিন্ন জাতের আগাছা পরিষ্কার করার জন্য যে বিষাক্ত ওষুধ ব্যবহার করা হযে থাকে, সেই ওষুধ স্প্রে করার ফলে পান বরোজ এই ক্ষতি হয়েছে, স্প্রে করার ফলে গাছে থাকা পান পাতা শুকিয়ে পড়ে যাচ্ছে এবং গাছ শুকিয়ে মারা যাচ্ছে, স্থানীয় বাসিন্দা রাকিব শেখ তার সাথে বাদশা মোল্লার পূর্ব থেকে বিরত ছিল, বিরোধকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ তিনি উল্লেখ করেছেন, সংঘটিত হওয়ার কারণে এলাকার পান চাষীরা আতঙ্কে দিন কাটাচ্ছে, এ ব্যাপারে ভুক্তভোগী বাদশা মোল্লা থানায় অভিযোগ দায়ের করেছে, স্থানীয় ইউপি সদস্য কাজী আব্দুল কুদ্দুস জানান, বাদশা এলাকার সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলাচল করে, এমন ঘৃণিত তো কর্মকাণ্ড যে করেছে তার কঠিন শাস্তি হওয়া প্রয়োজন, কোনভাবেই ফসলের ক্ষতি মেনে নেওয়া যায় না, এর পূর্বেও এই বরোজ পান গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষতি করেছিল,