আলীকদম কলেজে একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন,
মোঃ মেহহরাজ উদ্দনি মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম কলেজে নতুন সেমিপাকা একাডেমিক ভবন ও অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী ২৫,) বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক শামীম আরা রিনি কলেজ ভবন নির্মাণের জন্য ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, "শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলীকদম কলেজের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, কলেজের শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নতুন একাডেমিক ভবন ও অফিস কক্ষ নির্মাণের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।