বিলছড়ি স্কুলে অমর একুশে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোঃমেহেরাজ উদ্দিন মিন্টু লামাঃ লামার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহি চকরিয়ার বিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অমর একুশে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বর্ণিত স্কুলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রভাতফেরি, পুষ্পমাল্য অর্পণ, রচনা,চিত্রাংকন,পুরস্কার ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সি.সহকারি শিক্ষক ইসমত আরা বেগম, শারমিন আক্তার,মাছুমা ছিদ্দিকা প্রমূখ।
প্রসংগত, রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন স্কুলের সেরা শিক্ষার্থী চতুর্থ শ্রেনীর মোঃ নসরুল হাসান (তাসনিম), ২য় স্থান ৫ শ্রেনীর জন্নাতুল সাইমা,৩য় স্থান ৫ম শ্রেণির জন্নাতুল নাঈম তাসমিন এবং চিত্রাংকনে ১ম স্থান ৫ শ্রেনীর মোঃ আরাফাত উল্লাহ, ২য় স্থান ৪র্থ শ্রেণির মোঃ নসরুল হাসান (তাসনিম) ও ৩য় স্থান ৫ম শ্রেণির জন্নাতুল নাঈম তাসমিন।