1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

লামায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম, 

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

লামায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম,
মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু লামাঃ বান্দরবানের লামার ফাঁসিয়াখালি ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে বাধা দেওয়ায় আব্দুর শুক্কুর নামে (৬৫) নামে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় এলাকার পার্শ্ববর্তী ডুলাহাজারা বাজারের চৌধুরী মার্কেটে কমান্ডো স্টাইলে এই ঘটনাটি ঘটে।

ঘটনার দিন গত রবিবার পার্শ্ববর্তী ডুলাহাজারা চৌধুরী -লাল মিয়া মার্কেটে পূর্ব পরিকল্পিতভাবে ওতপেতে থাকা ঐ বালু খেকো চক্রের প্রধান মোহাম্মদ আরমান গংসহ অজ্ঞাত আরও ১০/১২ যুবক দেশীয় অস্ত্র হাতুড়ি, দা,কিরিজ দিয়ে প্রাণনাশের উদ্দেশ্যেই হামলায় চালায়। এতে কৃষক আব্দুর শুক্কুর মাথায়,বুকে পিটে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়। সেখান থেকে উপস্থিত লোকজন উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গিয়ে চিকিৎসা শেষে ঔষধপত্র নিয়ে এখন বাড়িতে অবস্থান করছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাজার ব্যবসায়ি মনজুর আলম, গিয়াস উদ্দীন, মোবারক আজিজ জানান, ডুলাহাজারা বাজারের “আড্ডা ফিট ভিলেজ “চায়ের দোকান হতে বের হয়ে পাশে পানের দোকানে পান কিনতে গেলে কিছু বোঝে উঠার আগেই এক যুবক ধাওয়া করে এবং তার কাছে হাতুড়ি, কিরিজ ছিল। দৌড়ে আত্মরক্ষা করতে গেলে উত্তর দিকে কয়েকজন যুবক কৃষক আব্দুর রহমান ধরে ফেলে সে সুযোগে মারধর করে রক্তাক্ত হয়। পরে সেখান থেকে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত মোঃ আব্দুর শুক্কুর জানান, এই অশুভ আরমান কিশোর গং চক্রটি আমার কৃষি জায়গা জমি থেকে মাটি কেটে প্রতিনিয়ত বালি উত্তোলন করছে। প্রতিনিয়ত চাঁদা দাবি ও আমাদেরকে প্রাণেমেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় দিনযাপন করছি।

সংশ্লিষ্ট ও সরেজমিনে জানা যায়, মোহাম্মদ আরমান ,পিতা -জাফর আলম,রিদুয়ান,বাবু,আমিন,উভয় সাং ডুলাহাজারা (৮ নংওয়ার্ড) পূর্ব নতুন পাড়ার একটি সংঘবদ্ধ কিশোর গং যুবক ১০/১২ জনের একটি প্রভাশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কয়েকটি পয়েন্টে বালি উত্তোলন করছে। হারগাজার ছড়া ঝিরি আশপাশে ফকিরাখোলা এলাকায় কৃষক আব্দুর শুক্কুর এর পিতার মৃত আজিজুর রহমান ও তার ভাইদের নামীয় খতিয়ানভুক্ত জমি লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের (২ নংওয়ার্ড) ফকিরাখোলা এলাকার ২৮৬ নং ফাঁসিয়াখালী মৌজার ৯৮৭ হোল্ডিং আর, ২.৫০ একর, ১৪৮ হোল্ডিং ১৪৬ হোল্ডিং নং দাগ ৫৩৬৭,৫৩৫৮,৫৩৭০ থেকে আব্দুর শুক্কুর খতিয়াভূক্ত দীর্ঘদিন ধরে বসতবাড়িতে থাকা জায়গা হতে জোর করে বালু উত্তোলন করে আসছে। আরও কৃষকের কৃষি জমিতে সেচ দেওয়া ২টি সেলু মেশিন, ২টি পাম্প ও বাগান থেকে ৪ শতাধিক ম্যালেরিয়া গাছ কেটে নিয়ে যায়। বালখেকোদের এখানে কোন জায়গা জমি নেই।
এছাড়াও জাহাঙ্গীর,সিরাজসহ আরও দুই/ তিনটি অসাধু চক্র কয়েকটি জায়গা হতে অবৈধভাবে বালু উত্তোলন করে এলাকার কৃষি জমি,পাহাড়সহ পরিবেশ, প্রতিবেশ বিপন্ন করছে। এরা প্রভাবশালী হওয়া এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। আমি এখন ছুটিতে আছি, তবে জেনে এসব অবৈধ কর্মকাণ্ড বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে বিএনপি-জামায়াতের নাম ব্যাবহার করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী চক্রটি। আরও এসব চক্র
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা হারগাজারছড়া সাফারি পার্কের দক্ষিণ ও পশ্চিম সীমানায়। এ ছাড়া উপজেলার এ রকম অবৈধ বালু তোলার স্থান রয়েছে আরো প্রায় ৫০টি।
শুধু ফাঁসিয়াখালী ইউনিয়নে নয় আরো বালু উত্তোলন করা হয় উপজেলার সরই ইউনিয়ন, আজিজনগর ইউনিয়ন, গজালিয়া ইউনিয়ন, লামা সদর ইউনিয়ন, রূপসীপাড়া ইউনিয়ন ও লামা পৌর এলাকায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট