কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ
রংপুর সংবাদদাতা জিয়াসমিন আক্তার:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে নির্জন বালুচর থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আদুপুরে যৌথভাবে এ লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানার পুলিশ এবং রংপুর পুলিশের ক্রাইম টিম।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভিতর পুতে রাখা কিন্তু দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায়।
চিৎকার চেঁচামেচিতে শতশত উৎসুক জনতা জড়ো হয় লাশ দেখতে। খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশিদ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়। দুপুর ১ টার দিকে রংপুর থেকে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় বালুর নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, রংপুর পুলিশের ক্রাইম টিমের সহায়তায় ধরলা নদীর চর থেকে ২৫/৩০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
সকল প্রক্রিয়া শেষ করে আগামীকাল ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানোহবে।