1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে ফিরেছেন খালেদা জিয়া, নিউজ, দৈনিক আমাদের দেশের খবর, ,০৬ মে হাসনাতের ওপর হামলায় রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৫৪, লামা -ফাইতং সড়কে ব্রিজে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কা, বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের, ঢাকা মেডিকেল কলেজ রুগীদের করুন অবস্থার যানজট নিরসনে ( দ্রুত বাস্তবায়ন যোগ্য ) আমাদের প্রস্তাবসমূহ, ইসরাইলি পণ্য বয়কটের দাবীতে শুক্রবার 25এপ্রিল খুলনা ডাকবাংলা মোড় বাংলাদেশ হেফাজত মজলিস পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, লামায় হাতির আক্রমণে নারী শ্রমিকের মৃত্যু খুলনার ফুলতলায় অবস্থিত “আইয়ান জুট মিলস লিঃ” এর শতাধিক শিশু ও বয়স্করা সম্প্রতি “জসিম ফাউন্ডেশন সিড স্কুল” খুলনা জেলার নিয়ম কানুন মেনে চালাতে হবে ইজিবাইক। পুলিশ কমিশনার,

বান্দরবানে বর্ণিল আয়োজনে শেষ হলো মৈত্রী পানি বর্ষণ উৎসব,

  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বান্দরবানে বর্ণিল আয়োজনে শেষ হলো মৈত্রী পানি বর্ষণ উৎসব,
নিউজ দৈনিক আমাদের দেশের খবর,
বান্দরবাব প্রতিনিধিঃ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব সাংগ্রাই।

শুক্রবার (১৮ এপ্রিল) জেলা শহরের রাজার মাঠে উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে তিনদিনব্যপী জলকেলি উৎসব শেষ হয়।

জলকেলি উৎসবে নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য-গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। যুবক যুবতীদের অংশগ্রহণে অব্যহত পানি বর্ষন অন্যদিকে লোকজ সংস্কৃতিসহ স্থানীয় শিল্পীদের মনমাতানো পরিবেশনা পুরো মাঠ জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তবে মূল আকর্ষণ পানি খেলা।পানিভর্তি দুই নৌকার দুইপাশে দাঁড়ানো তরুণ-তরুণী। পরনে ঐতিহ্যবাহী রঙিন পোষাক। বিচারক বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে মগ দিয়ে নৌকা থেকে পানি তুলে সামনের পক্ষকে একযোগে নিক্ষেপ করছে। আর বিপরীত পক্ষও দেহে পাল্টা জল ছিটিয়ে তার প্রতিউত্তর দিচ্ছে। এভাবেই বান্দরবান শহরের রাজারমাঠে তরুণ-তরুণীরা পানি ছিটানোর মধ্য দিয়ে মৈত্রীপানি বর্ষণে মেতে ওঠেছে মারমা তরুণ-তরুণীরা।

তাদের বিশ্বাস পুরোনো বছরের সব গ্লানি ও দুঃখ জলে মুছে নতুন ভাবে পরিশুদ্ধির হবে। পুরনো বছরের শুদ্ধ জলের মাধ্যমে দুঃখ গ্লানি মুছে ফেলে নতুন বছরটিকে গ্রহন করার নামই জলকেলী উৎসব। যাকে মারমা ভাষায় বলা হয় রিলং পোয়েঃ। 

‘মৈত্রী পানি বর্ষণ’ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এসময় পানি খেলায় অংশ নেয়া যুবক যুবতীদের পানি ছিটিয়ে মৈত্রী পানি বর্ষন অনুষ্টানের সূচনা করেন। ইউরোপীয় ইউনিয়ন, ইতালি ও নেদারল্যান্ড এর রাষ্টধুত,পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই,জেলা প্রশাসক শামীম আরা রিনি,পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার,সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহামুদুল হাসান, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাসহ আয়োজক কমিটির সদস্যরা ও দর্শক উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১২ এপ্রিল থেকে সপ্তাহব্যপী বান্দরবানে বর্ষবরণ মাহা সাংগ্রাইং পোয়ে.উৎসব অনুষ্টিত হয়।এই উৎসবকে ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা,নানা ধরনে খেলাধুলা যেমন তৈলাক্ত বাঁশের আরোহণ, নৌকা বাইচ,রাতে পাহাড়া মহল্লায় পিঠা উৎসব,খিলা খেলা,সাঙ্গু নদীতে ফুল ভাসানোসহ নানা ইভেন্টে ছোট-বড় সবাই অংশনিয়ে থাকেন। সব শেষ আয়োজন করা হয় জলকেলি উৎসব। এতে মারমা শিশু-কিশোর,তরুণ-তরুণীরা মেতে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট