আলীকদমে সেনাজোনের উদ্যোগে মাসিক অনুদান বিতরণ,
দৈনিক আমাদের দেশের খবর, নিউজ,মোঃমেহেরাজ উদ্দিন মিন্টু লামাঃ চট্টগ্রাম, আলীকদম সেনা জোন কর্তৃক বিভিন্ন সংস্থা ও পাহাড়ি বাংগালী জনগোষ্ঠীর মধ্যে লামা ও আলীকদম উপজেলায় আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে।
পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা জন্য বান্দরবান জেলার আলীকদম সেনা জোন কমান্ডার ২০ এপ্রিল লামা ও আলীকদম উপজেলায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিম খানা, শিক্ষক, শিক্ষার্থী, গরীব, দুঃস্হ পরিবার সহ উপজাতীয় মুসলিম কল্যান সংস্থা, আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল, চিকিৎসা সেবার আওতায় আর্থিক ২ লাখ ৮৭ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোন উপ অধিনায়ক মেজর মো মনজুর মুর্শেদ ও জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী।
এছাড়াও জোনের সকল ক্যাম্প থেকে পাহাড়ি বাংগালী জনগোষ্ঠীর দরিদ্র মানুষের মধ্যে প্রতিনিয়ত আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।