লামার আজিজনগর পুলিশ ক্যাম্পের অভিযানে মদসহ আটক-১, -নিউজ দৈনিক আমাদের দেশের খবর,
২১’ই এপ্রিল, ২৫ইং ভোরবেলা হেডম্যান পাড়া থেকে মদ পাচারকালে আজিজনগর পুলিশ ক্যাম্প ২বস্তা মদ ও ১টি মোটর সাইকেল আটক করে বলে জানায় ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ।
তিনি আরও বলেন,যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সকলকে সচেতন হতে এবং সহযোগিতা করতে।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে বলে নিশ্চিত করেন এ কর্মকর্তা।
আটককৃত ব্যক্তির নাম লাছিং মং আজিজনগর হেড়ম্যান পাড়ার তংগরছির ছেলে বলে জানা যায়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ।