বিশৃঙ্খল অবস্থায় ঢাকার ট্রাফিক ব্যবস্থা: ডিএমপি কমিশনার।রাজধানীর ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহা নগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।
ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্যা প্রেসে কথা বলছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। দৈনিক আমাদের দেশের খবর।
ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্যা প্রেসে কথা বলছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মনির হোসাইন।সোমবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্যা প্রেসে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা জানান।
ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড নিয়ে ক্ষমা প্রার্থনা করে তিনি জানান, নতুনভাবে নাগরিকদের সেবা দিতে কাজ শুরু করেছে পুলিশ।
ছিনতাই প্রতিরোধের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) সক্রিয় করা হয়েছে জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকাবাসীর মতামত নিয়েই দেয়া হবে পুলিশি সেবা।