জাহানারা বাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা ঘিরে খুলনা ফুলতলা বাসির স্বপ্ন, খুলনা বিভাগীয় প্রধান শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা ফুলতলা রেল স্টেশনে রেল বিরতির জন্য দীর্ঘদিন যাবত মানববন্ধন সহ বিভিন্ন দাবি তুলে আসছে ফুলতলা উপজেলা ও শিরোমণি আর্টরা গিলেতলা সেনাবাহিনীর এলাকাবাসী জানান তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ইস্টার্ন গেট আপিল গেট গিলেতলা সেনাবাহিনী সহ বিভিন্ন সহ নানা জায়গার মানুষ তাদের সুবিধার্থে ঢাকা গামী জাহানারা বাদ এক্সপ্রেসের ও রূপসী বাংলার স্টপেজের জন্য দাবি তুলে আসছেন এবং দাবি বহাল রেখেছেন, ফুলতলা দামোদর রেল স্টেশনে গিয়ে দেখা মেলে বিভিন্ন ফেস্টুন ব্যানারে দাবি আদায়ের চিত্র, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারা যায় তাদের ঢাকায় যেতে হলে খুলনাতে গিয়ে উঠতে হবে অনেক সময়ের ব্যাপার খরচেরও ব্যাপার তাই তারা এই দাবী করে আসছেন স্থানীয় নাসির গাজী,সঙ্গে কথা বলে জানা যায়, মানুষের সুবিধার্থে যদি জাহানারা বাদ রূপসী বাংলায় প্রেস চালু করা হয়ে থাকে, তাহলে ফুলতলার দামোদর রেল বিরতি দিতে সমস্যা কোথায় এটা আমাদের দাবি এবং বিভিন্ন মহলের দাবি। দৈনিক আমাদের দেশের খবর ও জিএনবাংলা টিভি চেয়ারম্যান বলেন সকল মানুষের জন্য যেটা নাম কারন জাহানারা বাদ ট্রেন সেই জায়গায় সাধারণ মানুষ যেখানে এই নামে যে জাহানারা বাদ ট্রেন তাহলে আমরা কেনো ফুলতলা থেকে যেতে পারবোনা এটা হয়তো সাবেক হাসিনা সরকার আমলে এটা খুব দুঃখ জনক ছিলো কিন্তু এখন তো শ্রৈচরে সাবেক সরকার পতনের পরও কি সমস্যা বর্তমান সরকার অন্তবর্তীক সরকারের কাছে সকল সাধারণ মানুষের দাবি খুলনা ফুলতলা রেলষ্টনে জাহানারা বাদ ট্রেনে যেতে অথবা আসতে পারে।