সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, দৈনিক আমাদের দেশের খবর।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫
স্টেশনে এসে জানতে পেরেছেন ট্রেন চলাচল বন্ধ। শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন এই মা। কমলাপুর স্টেশন, ঢাকা, ২৮ জানুয়ারি
স্টেশনে এসে জানতে পেরেছেন ট্রেন চলাচল বন্ধ। শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন এই মা। কমলাপুর স্টেশন, ঢাকা, ২৮ জানুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাঁদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। সকাল সোয়া ৯টার দিকে স্টেশনে অনেক যাত্রীকেই ট্রেনের খবর জানতে আসতে দেখা যায়। ট্রেন চলবে না জেনে অনেকেই স্টেশন ছেড়ে চলে যান। তবে বয়স্ক ও নারীদের স্টেশনেই অপেক্ষা করতে দেখা গেছে।
রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীদের বসে থাকার খবর জানা গেছে। অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছেন।