লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টে ৭ লাখ টাকা জরিমানা
মোঃমেহেরাজ উদ্দিন মিন্টু , বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে FAC ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
অভিযানে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী ৭ লাখ টাকা এবং জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ১,৮০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। মোবাইল কোর্টের সময় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করে লামা বন বিভাগ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিস। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।